প্রতি বছরের মতো এবছরও ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী ২০১৬ উপলক্ষে কৃষি তথ্য সার্ভিসের উদ্যোগে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফলদ বৃক্ষ রোপণ পক্ষের এ বছরের প্রতিপাদ্য-‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশি ফল বেশি খান’। এ প্রতিপাদ্যের ওপর ভিত্তি করে আজ ০৪ জুন ২০১৬ দুপুর ২.০০টায় খামারবাড়ি, ফার্মগেটে কৃষি তথ্য সার্ভিসের সদর দপ্তরে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। তিনটি ক্যাটাগরিতে বিভিন্ন স্কুলের প্রায় একশ জন শিশু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক জামাল আহমেদ।
মূলতঃ দেশি ফলের চাষ ও খাদ্য তালিকায় দেশি ফলের গুরুত্ব সম্পর্কে শিশু-কিশোরদের উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে এ প্রতিযোগিতাটির আয়োজন করা হয়েছে।